তারেক রহমান নিজেকে মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন: ডা. রফিক

৩ সপ্তাহ আগে
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের হাল ধরেন এবং দেশ ও জাতির কঠিন সময়ে সংগঠনকে সুসংগঠিত করে একটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মহানায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। ১/১১-পরবর্তী সময়েও আপসহীন নেতৃত্বে তিনি বিএনপিকে পরিচালিত করেছেন।


শনিবার (১৬ জুন) চট্টগ্রামের হালিশহর জেপি কনভেনশন হলে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
 

ডা. রফিক বলেন, অর্থনীতি, আইনের শাসন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, পররাষ্ট্রনীতি, স্বাস্থ্যসেবা–সব ক্ষেত্রেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক ম্যাজিকের নাম।


স্বাস্থ্য খাতে শহীদ জিয়ার অবদান প্রসঙ্গে তিনি বলেন, সংক্রামক ব্যাধি প্রতিরোধে ১৯৭৯ সালে তার হাত ধরেই ইপিআই কার্যক্রমের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়। তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয় আইসিডিডিআর’বির মতো আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান, যেখান থেকে আবিষ্কৃত হয় জীবনরক্ষাকারী ওরস্যালাইন।
 

আরও পড়ুন: ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক /এখনও ঐকমত্যে পৌঁছাতে না পারলে সংকট বাড়ার শঙ্কা
 

তিনি আরও বলেন, নিপসম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, নিটোর, ক্যানসার ইনস্টিটিউট, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, হৃদ্‌রোগ ইনস্টিটিউটসহ দেশের আধুনিক চিকিৎসা ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জিয়াউর রহমান। হৃদ্‌রোগ ইনস্টিটিউটের মাধ্যমে বিদেশি বিশেষজ্ঞ এনে দেশের চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ প্রদান শুরু হয়, যার সুফল এখনও দেশের মানুষ পাচ্ছে।


স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্রিটিশ এনএইচএস (NHS) মডেলের আদলে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে এবং স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।


চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।


মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন ও নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহিন প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন