তাপমাত্রা ও লঘুচাপ নিয়ে আবহাওয়া দফতরের নতুন বার্তা

১৩ ঘন্টা আগে
আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া সাগরে লঘুচাপ সৃষ্টিরও কথা জানানো হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাতে ৭২ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর বর্ধিত পাঁচ দিনের প্রথমার্ধে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

 

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে ।

 

আবহাওয়ার আরও খবর

 

পরবর্তী ৪৮ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। ভোরে দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর কমতে পারে রাত এবং দিনের তাপমাত্রা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন