তাপপ্রবাহে পুড়ছে দিল্লি, রেড অ্যালার্ট জারি

৩ সপ্তাহ আগে
ভারতের রাজধানী দিল্লিতে নজিরবিহীন তীব্র গরমের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হিট ইনডেক্সে (তাপমাত্রা অনুভব করার মাত্রা) তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে বুধবার (১১ জুন) এই অ্যালার্ট জারি করা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দিল্লির বিভিন্ন অংশে বুধবার গড় তাপমাত্রা ৪১ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এর সঙ্গে আদ্রতা যোগ হয়ে সেখানে হিট ইনডেক্স এক লাফে গিয়ে ঠেকেছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে।

 

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানীতে এখনো তাপপ্রবাহ অব্যাহত। যদিও বুধবার এই অবস্থা শুধু আয়ানগর স্টেশনে রেকর্ড করা হয়েছে, আগের দিন এমন পরিস্থিতি ছিল তিনটি স্টেশনে।

 

এনডিটিভি জানিয়েছে, আবহাওয়া অফিস ১৩ জুন পর্যন্ত এই অসহনীয় গরম চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এরপর উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝড় ঢোকার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে দিল্লিতে কিছুটা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।

 

আরও পড়ুন: তাপমাত্রার পরিবর্তন অনুযায়ী করণীয় কী, জানালো আইসিডিডিআরবি

 

বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর সবচেয়ে বেশি গরম ছিল আয়ানগরে-৪৫ ডিগ্রি সেলসিয়াস। এর পরের গরম অঞ্চলগুলো হলো-পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), সফদরজং (৪৩.৩) ও ময়ূর বিহার (৪০.৯)।

 

হিট ইনডেক্স ৫০ ছাড়িয়ে যাওয়ায় ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, প্রতিদিন এই মান নির্ধারিত হয় বাস্তব তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার ওপর ভিত্তি করে। তবে এটি ভারতের জন্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা কোনো সূচক নয় এবং সরকারি রেকর্ডেও এই মান সংরক্ষণ করা হয় না।

 

আইএমডির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবারও তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতির দমকা হাওয়া বইবে এবং সন্ধ্যা বা রাতে হালকা বৃষ্টি বা বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় তীব্র তাপপ্রবাহ: স্বাস্থ্য ঝুঁকির সতর্কতা জারি

 

আবহাওয়া দফতরের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. নরেশ কুমার এনডিটিভিকে বলেন, ‘তীব্র গরম বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। তবে ১৩ জুন রাতে যে পশ্চিমী ঝড় আসবে, তা তাপপ্রবাহ প্রশমনে সহায়ক হতে পারে।

 

রেড অ্যালার্ট জারির অর্থ, জনসাধারণকে দ্রুত সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত পানি পান, রোদের মধ্যে যাতায়াত এড়িয়ে চলা এবং দুপুরের সময় ঘরের বাইরে না যাওয়া।

]]>
সম্পূর্ণ পড়ুন