তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম, কী বলছে আবহাওয়া অফিস

৩ সপ্তাহ আগে
গ্রীষ্মের শেষভাগে এসে দেশের ৩৬ জেলায় বইতে থাকা তাপপ্রবাহ বুধবার (১১ জুন) থেকে কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে উচ্চমাত্রার আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে না বলে জানান আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।


তিনি বলেন, দেশের চারটি বিভাগ এবং ছয়টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ পর্যন্ত এটি তীব্র থাকবে, তবে বুধবার থেকে এর বিস্তার কমে আসবে।


তিনি আরও বলেন, তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে গরম অনুভূত হবে বেশি।


জুনের মাঝামাঝি থেকে এই অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা মুক্তি মিলতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
 

আবহাওয়ার আরও খবর


এদিকে মঙ্গলবার (১০ জুন) সকালে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, আর ময়মনসিংহ, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।


তবে দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরেও দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।


এ ছাড়া দেশের ২৮টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে আছে ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগও রয়েছে এই তালিকায়। এসব জায়গায় গরমের তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন