তানোরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

২ দিন আগে
রাজশাহীর তানোর উপজেলায় বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ইসমাইল প্রতিদিনের মতো সকালে নিজের কৃষি জমিতে কাজ করতে যান। কাজ শেষে বেলা ১২টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় ঘাসের আড়ালে লুকিয়ে থাকা বিষধর রাসেল ভাইপার সাপ (Russell’s Viper) তার পায়ে ছোবল দেয়।

 

এরপর দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

 

আরও পড়ুন: সাপুড়ের জীবন সাপেই কেড়ে নিলো, যন্ত্রণাদায়ক মৃত্যু

 

স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন