বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুরান ঢাকার হোসেনি দালান পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।
মো. সারওয়ার বলেন, ‘ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে ডগ স্কোয়াড দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পেট্রোলিং করা হচ্ছে।’
আরও পড়ুন: তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি
জঙ্গি ও অন্যান্য নিষিদ্ধ সংগঠনের প্রতি মনিটরিং করা হচ্ছে জানিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘তাজিয়া মিছিলের সামনে পেছনে ও মধ্যখানে পুলিশের স্পেশাল ফোর্স থাকবে। মিছিলের এলাকাভিত্তিক ফুটপাতের দোকান অপসারণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার করা যাবে না। ধাতব ও দাহ্য পদার্থ ও চাকু নেয়া যাবে না।’
]]>