তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

৩ সপ্তাহ আগে
তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। তবে তাইওয়ানের কর্তৃপক্ষ জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৪।

ইউএসজিএস জানায়, বুধবার (১১ জুন) স্থানীয় সময় রাত আনুমানিক ৭টায় (জিএমটি ১১০০) তাইতুং কাউন্টির চাংবিন টাউনশনের উপকূলীয় অঞ্চলে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩১.১ কিলোমিটার (১৯.৩ মাইল)।


তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন ভূমিকম্পটির মাত্রা বেশি রেকর্ড করেছে। তাদের মাপকাঠিতে ৬.৪ মাত্রার বলে জানানো হয়েছে।

 

আরও পড়ুন: কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত


প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

]]>
সম্পূর্ণ পড়ুন