তবে কি হোম অর অ্যাওয়ে ভিত্তিতে হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ!

২ দিন আগে
হোম অর অ্যাওয়ে ভিত্তিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা করেছিলো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে আপাতত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। বরাবরের মতো এ বছরও একই শহরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

সাফের মার্কেটিং প্রতিষ্ঠান স্পোর্টসফাইভের চাওয়া ছিলো, এক দেশে আয়োজনের প্রথা থেকে বেরিয়ে হোম অর অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্টটি আয়োজনের। নেপালে মঙ্গলবার (১১ মার্চ) সভায়ে বসেছিলো সাফের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। সভায় সিদ্ধান্ত হয়েছে, আগের ফরম্যাটেই হবে সাফ চ্যাম্পিয়নশিপ। 

 

আরও পড়ুন: পারফরম্যান্সের কারণেই রোনালদোকে দলে রাখা হয়: কোচ মার্টিনেজ

 

এক ভেন্যুতেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাফের মিডিয়া ম্যানেজার আয়ুশ খারকা। ‘আসন্ন সাফ সেন্ট্রালাইজড ভেন্যুতে করার প্রস্তাব সব সদস্য দেশের প্রতিনিধিরা দিয়েছেন। সভায় শ্রীলঙ্কা এবারের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের ইচ্ছে প্রকাশ করে।’

 

আরও পড়ুন: রোজা রেখে খেলছেন ইয়ামাল, বিশেষ যত্ন বার্সার

 

তিনি আরও বলেন, ‘বিষয়টি পুরোপুরি মার্কেটিং প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছে। তবে মার্কেটিং কমিটি তাতে রাজী হবে কী-না, তা নিয়ে প্রশ্ন আছে। কারণ মার্কেটিংয়ের প্রশ্নে তারা অন্য কোন দেশকেও বেছে নিতে পারে আয়োজক হিসেবে।’ 

 

তবে একক ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি চূড়ান্ত হবে সাফের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের অনুমোদন সাপেক্ষে। স্পোর্টস ফাইভ তাদের সিদ্ধান্ত জানাতে পারে এ মাসের শেষ দিকে। এর আগে স্পোর্টস ফাইভের সঙ্গে সাফের আলোচনায় হোম অর অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব আসে। সূত্র বলছে, সাফ আয়োজনে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা। অন্যরা খুব একটা আগ্রহ দেখায়নি।

 

সবশেষ ২০২৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসেছিলো ভারতের বেঙ্গালুরুতে। অতিথি দল কুয়েতকে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল ভারত।

]]>
সম্পূর্ণ পড়ুন