মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মহাপরিচালক।
এদিকে, মঙ্গলবার সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে প্রায় তিনশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আর এলজিইডিতে সাড়ে চারশো কোটি টাকার প্রকল্পে দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে সংস্থাটি।
সম্প্রতি অপ্রদর্শিত অর্থের সন্ধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক-বর্তমান কর্মকর্তাদের লকার খুলতে অভিযান চালায় দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে একটি দল। তবে, অভিযানে কিছু না পেয়ে ফিরতে হয় খালি হাতে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের লকার অনুসন্ধান: দুদক পরিচালক সায়েমুজ্জামানকে অব্যাহতি
এরপরই সামাজিক মাধ্যম ফেসবুকে লেখালিখির অভিযোগে এবং বাংলাদেশ ব্যাংকের নালিশের মুখে তদন্ত কর্মকর্তা সায়েমুজ্জামানকে সরিয়ে দেয় দুদক। যদিও বর্তমানে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে অর্থ পাচার, শেয়ারবাজার থেকে অর্থ হাতিয়ে নেয়া ও রিজার্ভের অর্থ তছরুপসহ বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক-বর্তমান ২৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি।
কর্মকর্তার বদলিতে কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
মঙ্গলবার ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৯৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আরও পড়ুন: স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান
এদিকে, সারাদেশে পৌরসভার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে জব্দ করা নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।