"ঢালাও মামলায় সরকার বিব্রত": আসিফ নজরুল

৩ সপ্তাহ আগে
পাঁচই অগাস্টের পর ঢালাও মামলায় সরকার বিব্রত, মঙ্গলবার (১২ নভেম্বর) এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, "বিগত 'ফ্যাসিস্ট সরকার'- এর আমলে 'গায়েবি মামলা' হতো। সরকারের পক্ষ থেকে 'গায়েবি মামলা' দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো-মামলা টামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে।" এটা সরকারকে বিব্রত করছে বলছেন এই উপদেষ্টা। আইন উপদেষ্টা অনেক ধরনের আইনি সংস্কার, পদক্ষেপ নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি নিয়ে আসিফ নজরুল বলেন, "আমরা ওই আইনটাকেই আরও বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি। যাতে নেক্সট যে নিয়োগটা হবে সেটা যাতে আমরা আইনের ভিত্তিতে করতে পারি।" বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) তথ্য অনুযায়ী, গত ৩ মাসে সারাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারের মন্ত্রী-এমপি এবং দলের নেতাকর্মীদের নামে গণহত্যা, হত্যা, গুম এবং অপহরণের অভিযোগে ৬০৬ টি মামলা হয়েছে। এসব মামলায় ৫৭ হাজার ৭২৭ জনের নামে অভিযোগ আনা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৭০ জনকে।
সম্পূর্ণ পড়ুন