দেশের ভূতত্ত্ব, খনিজ সম্পদ এবং টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল গেল শনিবার (৮ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানের মূল আকর্ষণ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির সভাপতি অধ্যাপক ড. বদরুল ইমাম।
অনুষ্ঠানে বাপেক্স, পেট্রোবাংলা, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি), পানি উন্নয়ন বোর্ড, স্লামবার্জার, শেভরনসহ দেশের বিভিন্ন গ্যাস ফিল্ড ও কয়লাখনি, মধ্যপাড়া হার্ড রক মাইন এবং ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।
সভায় বিশেষজ্ঞরা দেশের খনিজ সম্পদের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের জন্য গবেষণার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে এক আসনের জন্য পরীক্ষা দিলেন ৩৯ জন
এসময় উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন,
ভূতত্ত্ব বিষয়ে আমাদের আরও বড় পরিসরে চিন্তা করা উচিত। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা চালু করা প্রয়োজন। কারণ যত বেশি বিশেষজ্ঞ তৈরি হবে, দেশের তত বেশি লাভ হবে।
তিনি আরও বলেন,
দেশের প্রধান চালিকাশক্তির মধ্যে খনিজ সম্পদ অন্যতম। এ কারণে বাপেক্স, পেট্রোবাংলা, জিএসবি, পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে ভূতত্ত্ব গ্রাজুয়েটদের জন্য ইন্টার্নশিপ ব্যবস্থা চালুর প্রয়োজন রয়েছে।
ফাওজুল কবির খান পরিবেশ, ভূতত্ত্ব এবং খনিজ সম্পদ নিয়ে জনসচেতনতা তৈরিতে মিডিয়া সম্প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। বলেন, ‘পরিবেশ, ভূতত্ত্ব ও খনিজ সম্পদের মধ্যে ভারসাম্য রক্ষা করে আমাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ জন্য মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা টেকসই উন্নয়নের অংশ হিসেবে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এমন আয়োজন দেশের ভূতত্ত্ব খাতের উন্নয়ন ও নতুন দিকনির্দেশনায় অবদান রাখবে বলে সবাই আশা প্রকাশ করেন।
]]>