বৃহস্পতিবার (১০ জুলাই ) বিজনেস স্টাডিজ অনুষদের ড. আবদুল্লাহ্ ফারুক কনফারেন্স হলে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকারের সভাপতিত্বে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থানে আত্মদানকারী ছাত্র-জনতার স্মরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিবিএ প্রোগ্রাম পরিচালক সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা জনাব আল-আমিন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
এরপর বিভাগীয় স্টুডেন্ট এফেয়ার্স কমিটির আহ্বায়ক অধ্যাপক আমিরুস সালাত বিবিএ প্রোগ্রামের নিয়ম কানুন তুলে করেন।
আরও পড়ুন: ববি শিক্ষার্থী নওরীনের ছাত্রত্ব ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ
আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ঈমাম, একাউন্টিংয়ের জীবন্ত কিংবদন্তী খ্যাত বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক অধ্যাপক এম মঈনউদ্দিন খান, বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. রিয়াজুর রহমান চৌধুরী এবং আরএকে সিরামিকস পিএলসির কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম এফসিএস।
বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিভাগীয় পাঠের পাশাপাশি কর্মমুখী নানা দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।
আরও পড়ুন: প্রথমবারের মতো মৌসুমি ফল উৎসবে মাতলো চাঁবিপ্রবি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল হওয়ার এবং গতানুগতিকতার বাইরে চিন্তার ওপর গুরুত্ব দেন। প্রোগ্রাম শেষে নবীন শিক্ষার্থীদের জন্যে ক্যাম্পাস ট্যুরের ব্যবস্থা করা হয়।
]]>