ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক শাফায়াত সুলতান শুভেচ্ছা বক্তব্য দেন। ১৩তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন সাদী ও শাহরীমা এহসান ইমরা অনুষ্ঠান সঞ্চালন করেন।
আরও পড়ুন: একই দিনে ঢাবির ভর্তি পরীক্ষা ও বেরোবির সমাবর্তন, কেন্দ্র নিয়ে সংশয়
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মূল দায়িত্ব পড়াশোনা করা, তবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি তাদের সহশিক্ষামূলক ও গবেষণামূলক কর্মকাণ্ডেও যুক্ত হতে হবে। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ধারণ করে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে এবং জুলাই আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

                        ১ সপ্তাহে আগে
                        ৬
                    







                        Bengali (BD)  ·       
                        English (US)  ·