ঢাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, না পেয়ে ঠিকাদারের বাসায় গুলি

৫ দিন আগে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি নামাপাড়া এলাকায় সাংবাদিক পরিচয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হলে ঠিকাদারের বাসায় গুলি ছোড়েন সেই চাঁদা চাওয়া ব্যক্তিটি। ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রসহ তাকে আটক করেছেন।

রোববার (০৫ অক্টোবর) রাতে ক্যান্টনমেন্ট থানা ক্যাম্পের কমান্ডার মেজর বজলুর রশিদ এ তথ্য জানান।

 

 তিনি বলেন, সকালে বোরকা পরে সাংবাদিক পরিচয়ে মানিকদির ঠিকাদার আব্দুর রবের বাসায় যান আনোয়ার হোসেন বুলবুল ও তার দুই সহযোগী। এসময় ১৫ লাখ টাকা দাবি করে ব্যর্থ হলে বুলবুল পিস্তল বের করে গুলি ছোড়েন।

 

মেজর রশিদ আরও জানান, আকস্মিক গুলির শব্দে স্থানীয়রা ছুটে গিয়ে বুলবুলকে অস্ত্রসহ ধরে ফেলেন। খবর পেয়ে সেনা ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন। 

 

আরও পড়ুন: তরুণকে আটকে রেখে চাঁদা দাবি, গ্রেফতার ২

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল জানান, কুখ্যাত অপরাধী কিলার আব্বাসের হয়ে কাজ করেন তিনি। তবে এ বিষয়ে এখনও কোনো প্রমাণ মেলেনি।

 

অস্ত্র, মাদক ও চাঁদাবাজির মামলায় এর আগেও অন্তত আটবার গ্রেফতার হয়েছিলেন বুলবুল। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান এ সেনা কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন