বিমানবন্দরে জাম কামাল খানকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন।
আগামীকাল ২১ আগস্ট থেকে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে।
এ সফরের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে হবে আলোচনা।
আরও পড়ুন: আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করব: বাণিজ্য উপদেষ্টা
সফরকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা অনুসন্ধান এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।
আরও পড়ুন: প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব, রফতানি বাধাগ্রস্তের শঙ্কা নেই: বাণিজ্য উপদেষ্টা
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্তে পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
]]>