ঢাকায় পাঠানোর সময় সাতক্ষীরায় অপরিপক্ক ৬ টন আম জব্দ

২ সপ্তাহ আগে
সাতক্ষীরা থেকে ঢাকা ও গাজীপুরে পাঠানোর সময় পাঁচ/ ছয় মেট্রিক টন অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়ক থেকে ট্রাকসহ এ আম জব্দ করা হয়।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীনুল হক জানান, অপরিপক্ক আমে কেমিকেল মিশিয়ে কালিগঞ্জ থেকে ঢাকা ও গাজীপুরে পাঠানো হচ্ছে মর্মে তিনি খবর পান। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত ৯টার দিকে বাইপাস সড়ক থেকে একটি ট্রাকভর্তি আম জব্দ করেন।

আরও পড়ুন: সাতক্ষীরায় ২শ’ কেজি অপরিপক্ক আম জব্দ, জরিমানা

ওই ট্রাকে থাকা কয়েক বস্তা গুটি আম ব্যতীত সব কেমিকেল মিশ্রিত আম জব্দ করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ ও সদর কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে অবহিত করা হয়।


মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা পৌরসভা চত্বরে রোলার দিয়ে ওই আম নষ্ট করা হয়। তবে গুটি আম এখনও ফেরৎ নিতে আসেনি মালিক।

]]>
সম্পূর্ণ পড়ুন