ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

২ সপ্তাহ আগে
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আর বাংলাদেশে ফিরছেন না। তার স্থলাভিষিক্ত হয়ে ঢাকায় আসছেন ইমরান হায়দার।

পাকিস্তান হাইকমিশন সূত্র জানিয়েছে, ইমরান হায়দার বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। শিগগিরই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন।


উল্লেখ্য, সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে যোগ দেন। গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন তিনি। তখন এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়।
 

আরও পড়ুন: ইরানি হামলার ভয়ে একরাতে পাঁচবার বাংকারে আশ্রয় নেন ইসরাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত


সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ছুটি শেষ করে সৈয়দ মারুফ ঢাকায় আবার পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন