ঢাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

১ সপ্তাহে আগে
রাজধানীতে কাওলা ও ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কাওলায় এবং ভোর সাড়ে ৫টার দিকে ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরা হলেন- অঙ্কিতা মজুমদার (২৫) ও অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধা।

 

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বজলুর রশীদ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, অঙ্কিতার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়াচর থানা এলাকায়। তার বাবার নাম মৃত উজ্জ্বল মজুমদার। উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে একটি বাসায় সাবলেট থাকতেন তিনি। বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করতেন।

 

আরও পড়ুন: টাকা না দেয়ায় রোগীকে বেডের ওপর ফেলে দেন ওয়ার্ডবয়, দুই মিনিটে ‍মৃত্যু!

 

তিনি আরও উল্লেখ করেন, অঙ্কিতা ৬ বছর আগে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নয়ন ইসলাম নামে একজনকে বিয়ে করেন। তবে চাকরির সুবাদে অঙ্কিতা এবং তার স্বামী নয়ন ভিন্ন জায়গায় থাকেন।

 

উপ-পরিদর্শক মো. বজলুর রশীদ বলেন, অঙ্কিতার রুমমেটের মাধ্যমে জানা যায়, ফোনে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ এবং কথা কাটাকাটি হত। রোববার সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন অঙ্কিতা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

অপরদিকে, এসআই বজলুর রশিদ উল্লেখ করেন, ষাটোর্ধ অজ্ঞাতনামা ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। রোববার ভোরে ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেলগেট এলাকায় কমলাপুরগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় আলাদা আলাদা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন