ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। রবিবার, ১০ নভেম্বর।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দল রাজধানী ঢাকায় একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনাকে ভেস্তে দেয় বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলি। তারা একে রাজপথে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাব্য প্রথম প্রচেষ্টা হিসেবে দেখেছে। শেখ হাসিনা গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ত্যাগ করেন।
বিএনপির কর্মী ও রক্ষণশীল জামাতে ইসলামি দলের সদস্যরা ঢাকার রাস্তায় নেমে পড়ে এবং যেখানে আওয়ামী লীগের সমাবেশ হওয়ার কথা ছিল সেই এলাকার বেশিরভাগ অংশেই তারা ভিড় করে।
শত শত ছাত্র-বিক্ষোভকারীসহ বাকিরাও ঘোষণা করে, তারা হাসিনার সমর্থকদের রাস্তায় দাঁড়িয়ে সমাবেশ করার সু্যোগ দেবে না।
জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা হাসিনার সমর্থকদের খুঁজে বেড়ায়। (এপি/ভিওএ)