ঢাকাবাসীর কাছে ছাত্রদলের আগাম দুঃখ প্রকাশ

১ সপ্তাহে আগে
রাজধানীর শাহবাগে রোববার (৩ আগস্ট) অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশ ঘিরে জনদুর্ভোগের আশঙ্কায় ঢাকাবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই দুঃখপ্রকাশ করেন।


বিবৃতিতে তিনি বলেন, ‘গত জুনে আমরা ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমরা এ বিষয়ে অনুমতিও নিয়েছিলাম।’


তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে ছাত্রদল শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশের সিদ্ধান্ত নেয়। ‘আমরাই ছিলাম একমাত্র বৈধ দাবিদার, তবুও উদার গণতান্ত্রিক চেতনায়, পরমতসহিষ্ণুতার জায়গা থেকে আমরা স্থান পরিবর্তন করেছি,’ বলেন নাছির।
 

আরও পড়ুন: কোটা আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয় ছাত্রদল, দাবি নেতাদের


তিনি বলেন, ‘কর্মদিবসে রাজধানীর মতো ব্যস্ত শহরে জনদুর্ভোগের বিষয়টি আমরা উপলব্ধি করি। তবে গণ-অভ্যুত্থানের স্মরণে বৃহৎ ঐক্যের স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’


নাছির উদ্দীন বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করছি এবং আশা করছি নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।’ ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আরও সতর্ক থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন