বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বরপা এলাকায় কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এই বিক্ষোভে অংশ নেয় দুই শতাধিক শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটায় শ্রমিকরা মহাসড়কের দুই পাশে বাঁশ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় যান চলাচল বন্ধ হয়ে গেলে মহাসড়কের দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রায় ১০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহন ও যানবাহনের যাত্রীরা।
আরও পড়ুন: আসন পুনর্বহালের দাবিতে ভাঙ্গা মহাসড়ক অবরোধ, সেনা মোতায়েন
শ্রমিকদের অভিযোগ, কারখানার মালিকপক্ষ গত তিন মাস ধরে তাদের বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ করছে না। বৃহস্পতিবার শ্রমিকরা তাদের বকেয়া বেতনসহ সব পাওনা পরিশোধের দাবি জানালে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
আরও পড়ুন: জুলাই মাসের বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানাটির মালিকপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
]]>