ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, তীব্র যানজট

১৮ ঘন্টা আগে
ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টায়ার জ্বালিয়ে ওই মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন তারা। এ সময় মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে।


খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের অনুরোধে অবরোধ তুলে নেন বিএনপিসহ যুবদল, ছাত্রদলের নেতাকর্মী।


আরও পড়ুন: কমিটি থেকে নেতার নাম প্রত্যাহারের প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ


নেতাকর্মীদের দাবি, আজ ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এখানে ত্যাগী নেতাদের জায়গা হয় নাই। টাকার বিনিময়ে তারা পকেট কমিটি করেছেন। আমরা অবিলম্বে এই কমিটি বাতিল চাই। অন্যথায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রত্যাহার করা না হলে পুনরায় সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।


ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রোকিবুজ্জামান বলেন, ‘কমিটি বাতিলের দাবিতে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে আমরা এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে ঘরে ফেরানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন