ঢাকা ও ঢাকার বাইরে যেসব জায়গায় বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

৩ সপ্তাহ আগে
বাংলাদেশের ফুটবলে নতুন দিনের স্বপ্ন দেখছেন ফুটবলপ্রেমীরা। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং সামিত সোমদের মতো প্রবাসী তারকা ফুটবলারদের হাত ধরে হারানো ঐতিহ্য ফিরে পেতে মুখিয়ে আছেন সমর্থকরা। দাপট দেখিয়ে ভুটানকে হারিয়ে কয়েকদিন আগে তার আগাম বার্তা দিয়ে দিয়েছে হাভিয়ের ক্যাবরেরার দল।

তবে বাংলাদেশের জার্সিতে হামজা-ফাহমিদুলদের বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে আজ (১০ জুন) বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যেও পাহাড়সম উত্তেজনা বিরাজ করছে। টিকিটের জন্য সমর্থকদের হাহাকার দেখে সেটা অনেকটাই আন্দাজ করা গেছে। অনলাইনে টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। আর তাই অনেক সমর্থকই ইচ্ছা থাকলেও দেশের ফুটবলের এই জোয়ারের অংশ হতে পারছেন না।

 

তবে মাঠে খেলা দেখার সুযোগ না পাওয়া ক্রীড়ামোদী সমর্থকদের জন্য এবার ভিন্ন উপায়ে উদযাপনের সুযোগ থাকছে। ম্যাচটির সম্প্রচারকারী চ্যানেল টি স্পোর্টস জানিয়েছে, ‎দেশে আটটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। এসব স্থানের মধ্যে রয়েছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় এবং বরিশালের বেল’স পার্ক। এসব স্থানে হামজা-জামালদের খেলা দেখা যাবে বিনামূল্যে।

 

আরও পড়ুন: খেলা শুরু সন্ধ্যায়, দুপুরেই স্টেডিয়ামে জনস্রোত

 

এছাড়া রাজধানী ঢাকার রূপনগর-পল্লবী এলাকায় ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।  

 

স্থানগুলো হচ্ছে, ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা, বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।

 

এশিয়ান কাপে বাংলাদেশের 'সি' গ্রুপে চার দলেরই সংগ্রহ সমান ১ পয়েন্ট করে। এই ম্যাচে জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারবে যে কোনো একটি দল। বিশেষ করে ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে ভাবা হচ্ছে। জাতীয় ফুটবল স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭ টায়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন