ড্রোন ব্যবহার করে সুন্দরবনে নৌকা ও মাছ জব্দ

৩ সপ্তাহ আগে
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকারের সময় নৌকা ও মাছ জব্দ করা হয়েছে। সুন্দরবনের ড্রোন ব্যবহার করে বিষ দিয়ে মাছ ধরার সময় অপরাধীদের নৌকা, জাল, মাছ জব্দ করা হয়েছে।

বুধবার (১১জুন) সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঝাপসী এলাকার বয়ের সিংগার শিসা খাল থেকে  থেকে নৌকা, জাল ও মাছ উদ্ধার করা হয়। এসময় বন বিভাগের উপস্থিতির টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়।


সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম বলেন, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত পারমিট বন্ধ করে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময়কাল বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেওয়া হয় যাতে কোনো প্রকার অপরাধীরা বনে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং টিম টহলরত  অবস্থায় সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে ড্রোন ব্যবহার  অপরাধীদের সনক্তের চেষ্টা করে।


এ অবস্থায় মঙ্গলবার সুন্দরবন চাঁদপাইরেঞ্জের ঝাপসী এলাকার বয়ের সিংগার এখানে মাধ্যমে দেখতে পায় সেখানে একটি নৌকা কিছু লোকজন রয়েছে। এরপর দ্রুত সেখানে স্মার্ট পেট্রোলিং একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মাছ ধরা দুটি নৌকা তল্লাশি চালিয়ে বিষের বোতল বিষ দিয়ে মাছ ধরা  মাছ ও বেশ কিছু জাল জব্দ করা হয়।


তিনি আরও বলেন, সুন্দরবনে ড্রোন ব্যবহার করে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন:  বাগেরহাটে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১

এদিকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরার রেঞ্জের গাবুরা এলাকার বাসিন্দা বনজীবী সাইফুল ইসলাম। বাবার সঙ্গে তিনিও সুন্দরবনের নদীতে যান কাকড়া ধরতে। সাইফুল ইসলাম বলেন, সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরতে দেখেছি। ছোট ছোট খালের পানিতে বিষ ছিটিয়ে দেয়। খালের মুখে জাল পেতে রাখা হয়। বিষ দেওয়ার পর খালের মধ্যে থাকা মাছ লাফাতে লাফাতে জালের মধ্যে ধরা পড়ে। এভাবে করলে জেলেরা বেশী মাছ ধরতে পারে। বেশী মাছ ধরার আকাঙ্ক্ষা থেকে খালে বিষ দেন জেলেরা।
 

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরার রেঞ্জ সহযোগী হাবিবুর রহমান বলেন, ‘বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা একদম যে নেই সেটি বলা যাবে না। তবে সাতক্ষীরা রেঞ্জ এলাকার মধ্যে এই প্রবণতা খুবই কম। আমরা তৎপর রয়েছি। সুন্দরবনের পূর্ব রেঞ্জ এলাকায় এ ঘটনা বেশি ঘটে। সেই তুলনায় আমাদের রেঞ্জ এলাকায় এমন ঘটনা নেই বললেই চলে।’
 

সুন্দরবনের অপরাধ দমনে ড্রোন কতটা সহায়ক প্রশ্নে তিনি বলেন, ‘আমরাও ড্রোন অপারেশন করি। অপরাধী শনাক্তে এটি যথেষ্ট সহায়ক। তবে বনের ভিতর ঝোঁপের মধ্যে থাকলে তখন আবার দেখা যায় না।’

]]>
সম্পূর্ণ পড়ুন