অস্ট্রেলিয়ায় ক্রান্তীয় ঘূর্ণিঝড় অ্যালফ্রেডের বিধ্বংসী বাতাস ও ভারী বৃষ্টির পর বন্যার পানিতে আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করেছে কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ। সোমবার, ১০ মার্চ।
কুইন্সল্যান্ড দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে বলেছে, এই অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বজুড়ে গত ২৪ ঘন্টায় কুইন্সল্যান্ড দমকল ও সুইফওয়াটার উদ্ধার দল ১৫০টির বেশি পানিজনিত ঘটনা ও এলাকা খালি করার কাজে অংশ নিয়েছে।
১৬ দিন এই ঘূর্ণিঝড় প্রবাহিত হওয়ার পর “ক্রান্তীয় নিম্নচাপ” হিসেবে এটি কুইন্সল্যান্ড উপকূলে পৌঁছায় এবং এর ফলে লাখ লাখ বাসিন্দা প্রস্তুতি নিতে শুরু করেন। ঐ রাজ্যের রাজধানী ব্রিসবেন ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেয়েছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের হাজার হাজার মানুষ রবিবার (৯ মার্চ) বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিলেন; এদিকে কর্তৃপক্ষ বলেছে, একজনের প্রাণহানি ঘটেছে এবং সাহায্যের জন্য মোতায়েন করা ১২ জন সৈন্য আহত হয়েছেন কেননা বন্যা পরিস্থিতিতে তাদের গাড়িগুলি দুর্ঘটনার কবলে পড়ে।