ড্র নয়, উইকেটের সুবিধা পেলে বাংলাদেশের লক্ষ্য জয়

২ সপ্তাহ আগে
পেন্ডুলামের মতো দুলছে গল টেস্টের ভাগ্য। গতকাল পর্যন্ত লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল শ্রীলঙ্কা। নাঈম হাসানের ফাইফারের পর সাদমান ইসলাম-নাজমুল শান্তদের ব্যাটে আবার চালকের আসনে এসে বসেছে বাংলাদেশ। উইকেটের ভালো আচরণ দেখে অনেকেই ভাবছেন, ড্রয়ের দিকে এগোচ্ছে গল টেস্ট। তবে চতুর্থ দিনের নায়ক নাঈম জানালেন, পঞ্চম দিন উইকেটের সুবিধা নিয়ে জিততে চায় বাংলাদেশ।

গল টেস্টে এখনও সব ধরনের ফলাফলই হওয়া সম্ভব। যদিও ড্রয়ের দিকে পাল্লা ভারী। তবে কোনো ফলাফলের সম্ভাবনাই উড়িয়ে দেয়া যাচ্ছে না। সংবাদ সম্মেলনে নাঈম হাসানের বক্তব্যে অবশ্য ইঙ্গিত মিলেছে বাংলাদেশেরই এগিয়ে থাকার। পঞ্চম দিন উইকেট আচরণ বদলাতে পারে এমন সম্ভাবনা বিবেচনায় রেখে জয়ের আশা করছেন এই স্পিনার।    

 

সংবাদ সম্মেলনে নাঈম বলেন, 'উইকেট এখনও ভালো আছে। কিন্তু পঞ্চম দিনের উইকেট কেমন হবে, সেটা সবাই-ই জানে (স্বাভাবিকভাবে শেষ দিনের উইকেট বোলিং সহায়ক হয়ে থাকে)। উইকেটে ভাঙন তৈরি হচ্ছে, সেই সুবিধাটা নেয়ার চেষ্টা করব। যত ভালো সংগ্রহ করতে পারি, তত আমাদের জন্য ভালো হবে, ওরা চাপে থাকবে।'  

 

বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে নাঈম বলেন, 'অবশ্যই আমাদের জেতার জন্য সুযোগ আছে। যদি আমরা ভালো সংগ্রহ দাঁড় করাতে পারি তখন ওরা চাপে থাকবে। স্বাভাবিক ক্রিকেট আর চাপের মধ্যে খেলা অনেক আলাদা ব্যাপার। তখন ওদের ম্যাচ হারারও ভয় থাকবে। তখন অনেক কিছু করা সম্ভব। যদি আমরা ভালো সংগ্রহ পাই, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।'

 

দলের বর্তমান অবস্থা নিয়ে যথেষ্ট ইতিবাচক নাঈম। আজ বিকেলের দিকে আরেকটু আক্রমণাত্মক ব্যাটিং করা যেত কিনা, এমন প্রশ্নের জবাবে নাঈম বলেন, 'যারা ব্যাটিং করছে, তারাই বুঝছে উইকেট কেমন। এখন আমরা খুব ভালো জায়গায় আছি। সুন্দর খেলছে দুজনেই, সাদমান ভাইও ভালো ব্যাটিং করেছে। শান্ত ভাইও ভালো ব্যাটিং করছে। মুশি ভাইও ভালো ব্যাটিং করছে। যেরকম চলছে আলহামদুলিল্লাহ ভালো।'

 

লঙ্কানদের ডেরায় প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করিয়েও আজ প্রথম সেশন পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে ছিল না বাংলাদেশ। লঙ্কানদের বড় লিড নেয়ারও একটা আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে সেই আশঙ্কাকে একাই উড়িয়ে দিয়েছেন নাঈম। তার অনবদ্য বোলিংয়ে মাত্র ১৫ রানে স্বাগতিকদের শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে লিড আদায় করে নিয়েছে বাংলাদেশ।  

 

আরও পড়ুন: সাদমানের পর শান্তর ফিফটি, চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ছাড়াল ‘১৮০’

 

বোলিংয়ের সাফল্যের পেছনে নিজের পরিকল্পনা নিয়ে নাঈম বলেন, 'আমি চেষ্টা করেছি একটা ভালো জায়গায় বোলিং করার, পেস ভ্যারিয়েশন করেছি আর সিমের পজিশনগুলো চেঞ্জ করে দেখেছি কোনটা ভালো হচ্ছে। একেকজন ব্যাটারকে একেক লাইনে বল করেছি।'

 

বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে গত কয়েক বছর ধরেই বেশ সফল স্পিনার নাঈম। দেশের উইকেটের সঙ্গে শ্রীলঙ্কার উইকেটের পার্থক্য নিয়েও প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। এ প্রসঙ্গে নাঈম বলেন, 'প্রথম শ্রেণীর ক্রিকেটে আমাদের লম্বা সময় ভালো বোলিং করতে হয়। উইকেটেও সুবিধা পাওয়া যায়। এখানে দেখা যায় উইকেট খুবই ভালো, এখানে ফিল্ড প্লেসিং অনেক গুরুত্বপূর্ণ। এখানে অনেক লম্বা সময় পর উইকেট বের হয়। কিন্তু প্রথম শ্রেণীতে অল্প সময় ভালো বোলিং করলেই উইকেট পাওয়া যায়।'

 

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১২ টেস্টে ৩৯ উইকেট নিয়েছেন নাঈম। তবে এখনও এই ফরম্যাটে নিয়মিত হতে পারেননি। মাঝে মাঝেই দল থেকে বাদ পড়েন তিনি। সুযোগ পান না অন্য কোনো ফরম্যাটে। এসব কারণে নিজের ভাগ্যকে দোষ দেন কিনা, এমন প্রশ্নের উত্তরে নাঈম বলেন, 'আনলাকি বলতে কিছু নাই। যা আল্লাহ রিযিকে রেখেছেন, তাই হবে আলহামদুলিল্লাহ। সবার তো ক্যারিয়ার একই রকম হয় না। খেলোয়াড়দের একেকজনের ক্যারিয়ার একেকরকম হয়। আমারটা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ।'

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন