ডোমিনিকান রিপাবলিক সফরে মার্কো রুবিও

১ মাস আগে
ডোমিনিকান রিপাবলিক সফরের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। (The sentence you used earlier does not apply to all photos.)  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে যুক্তরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিককে হাইতি থেকে আসা বিপুল সংখ্যক অভিবাসী গ্রহণ করতে বাধ্য করবে না। ওদিকে ডোমিনিকান প্রেসিডেন্ট বলেছেন যে প্রতিবেশী দেশের সংকটের জন্য তার দেশ কোনো সমাধান দিতে পারবে না। ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সান্তো ডোমিঙ্গোতে সংবাদ সম্মেলনের সময় রুবিও আরও বলেন যে যুক্তরাষ্ট্র মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধে ডোমিনিকান সরকারকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে এবং তারা ডোমিনিকানের বিরল খনিজ শিল্পে বিনিয়োগের বিষয় বিবেচনা করছে। পানামা খাল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রুবিও বলেন যে তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের জন্য একটি ট্রানজিট এলাকায় ফি প্রদান করা 'অযৌক্তিক', যেহেতু সে এলাকায় দ্বন্দ্বের সময় সুরক্ষা করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। এর আগে বৃহস্পতিবার,পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 'মিথ্যা' তথ্যছড়াচ্ছে, কারণ তারা দাবি করছে যুক্তরাষ্ট্রের সরকারী জাহাজগুলি অর্থ প্রদান ছাড়াই খালটি ব্যবহার করতে পারে। ডোমিনিকান রিপাবলিক ছিল রুবিওর মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান সফরের শেষ অঞ্চল। এই সফরে প্রাধান্য পায় অভিবাসন এবং মাদক পাচার সংক্রান্ত বিষয়গুলো।
সম্পূর্ণ পড়ুন