‘ডেভিল হান্টে’ রাঙ্গামাটিতে আ.লীগের তিন নেতা আটক

১ মাস আগে
অপারেশন ডেভিল হান্টে রাঙ্গামাটিতে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশেষ অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী, ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়া ও সদর উপজেলা শ্রমিক লীগের নেতা শাহ জালাল।


এসময় পুলিশ শহরের বিভিন্ন আওয়ামী লীগের নেতার বাড়িতে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৩০৮

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান, ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিন জনকে আটক করা হয়। পরে এ বিষযে বিস্তারিত জানানো হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন