ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেফতার

৪ সপ্তাহ আগে
অপারেশন ডেভিল হান্টে নতুন করে আরও ৫৯১ জনসহ মোট ১ হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আরও ৫৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার হয়েছেন আরও এক হাজার ৯৫ জন।

 

এছাড়া অভিযানে বিদেশি পিস্তল ১টি, চায়না রাইফেল (পুলিশের লুটকৃত অস্ত্র) ১টি, এলজি ২টি, ওয়ান শুটারগান ৪টি, ম্যাগাজিন ১টি, গুলি ৩ রাউন্ড, কার্তুজ ১৭ রাউন্ড, ককটেল ২০টি, ছুরি ৬টি, তলোয়ার ১টি, হাতুড়ি ১টি, রেঞ্জ ১টি, প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, লোহার পাইপ ২টি এবং কাটার ১টি ও ৩টি কিরিচ উদ্ধার করা হয়েছে।



গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

 

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন, গাজীপুরে আটক ৮১ 

]]>
সম্পূর্ণ পড়ুন