ডেভিল হান্ট অভিযানে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

৩ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে মো. নুরুল আলম নামে এক আওয়ামী লীগ নেতা ও মো. মাসুদ মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে ওই দুই নেতাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত ১২ নভেম্বর আখাউড়া থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আলম ও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্টে ভোলায় ৪ জন আটক

]]>
সম্পূর্ণ পড়ুন