ডুয়া লিপাকে নিয়ে আপত্তিকর মন্তব্য বাদশার, শুরু নতুন গুঞ্জন

৩ সপ্তাহ আগে
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীতশিল্পী ডুয়া লিপাকে নিয়ে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বলিউড সংগীতশিল্পী বাদশা। অন্তর্জালে এক ভক্তের প্রশ্নের জবাবে আপত্তিকর মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক্স হ্যান্ডেলে গায়িকা ডুয়া লিপার একটি চবিতে লাল হৃদয়ের ইমোজি পাঠিয়েছেন বাদশা।

 

গায়কের এমন কাণ্ডে এক ভক্ত মন্তব্যের ঘরে তাকে জিজ্ঞাসা করেন, গায়িকার সঙ্গে নতুন কোনো গান তৈরি করছেন কি না?

 

ভক্তের এমন প্রশ্নে টনক নড়া জবাব দেন বাদশা। প্রতিউত্তরে বলেন, তার থেকে বরং আমি ওর সন্তানের বাবা হতে চাই।

 

এমন মন্তব্য নেটিজেনদের চোখে পড়তেই হতবাক তারা। কারণ কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বিয়ের গুঞ্জন ওঠে বাদশার।

 

তবে তা যে মিথ্যা তা ডুয়া লিপাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে প্রমাণ দিলেন গায়ক। এখন ডুয়াকে নিয়ে নতুন প্রেমের গুঞ্জনে ভাসছেন বাদশা।

 

আরও পড়ুন: পৃথিবী ছেড়ে মহাকাশে যাচ্ছেন শিল্পা শেঠি

 

যদিও বাদশার মন্তব্যকে কেন্দ্র করে এখন কোনো অফিশিয়াল মন্তব্য করেননি ব্রিটিশ এ গায়িকা। 

 

আরও পড়ুন: দীপিকার প্রথম ভালোবাসা ছিলেন মুজাম্মিল

]]>
সম্পূর্ণ পড়ুন