ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন আয়োজন করতে হবে: সালাহউদ্দিন আহমেদ

৩ সপ্তাহ আগে
পরিবেশ পরিস্থিতি বিবেচনায় কোনোমতেই আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া, পরীক্ষা ও রমজান; এই সমস্ত বিবেচনায় কোনোমতেই সেই সময়টা জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপযুক্ত নয়। ওই সময়টাকে দেশে পাবলিক পরীক্ষা থাকে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না। পরীক্ষা চলাকালীন কোনো নির্বাচনী প্রচারণা করা যাবে না, সেটা যৌক্তিক। নির্বাচনী তফশিল ঘোষণার পর যেহেতু ৪৫ দিন সময় থাকে, রমজানের অর্ধেক সময় চলে যাবে; তাই নির্বাচন আয়োজন অসম্ভব ব্যাপার।’


সোমবার (৯ জুন) সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।


বন্দর ও করিডোর রাষ্ট্রীয় ব্যাপার ও রাষ্ট্রীয় স্বার্থের ব্যাপার মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,‘ এখানে ভাবাভাবির কোনো বিষয় নেই। এটি রাষ্ট্রীয় ও রাষ্ট্রের স্বার্থের ব্যাপার। এ ধরনের সিদ্ধান্ত কেবল মাত্র একটি রাজনৈতিক সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নিতে পারে। কোনো অস্থায়ী ও অনির্বাচিত সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই।’

আরও পড়ুন: ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ

এসময় বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না প্রমুখ উপস্থিত ছিলেন।



এর আগে সোমবার দুপুরে পেকুয়া উপজেলা সদরে নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন করেন বিএনপির এ নেতা। পরে সেখানে আয়োজিত দলীয় সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।


এরপর স্থানীয় সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জুলাই-আগস্ট অভ্যুত্থানে দেশের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করে খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন