বুধবার (২৪ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, কারা গণতন্ত্র চায়, আর কারা চায় না তা জনগণকেই ঠিক করতে দেয়া হোক।
এ সময় তিনি আরো বলেন, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ধাপের ধারাবাহিকতা ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া, আর সংস্কার হলো চলমান প্রক্রিয়া, যা নির্বাচনের পরও চলমান থাকবে।
তিনি নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতি ইতিবাচক বলেও মন্তব্য করেন।
আরও পড়ুন: খুব সহসাই নির্বাচনের সম্ভাবনা দেখছেন না মির্জা আব্বাস
সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জাতীয় ঐকমত্য হলে সংস্কারের সনদে সই করে নির্বাচনে দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা।
]]>