রোববার (৮ জুন) বিকেলে ঈদ পরবর্তী সময়ে নিজ নির্বাচনী এলাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এখনো সময় আছে উপদেষ্টাসহ রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করতে পারলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে।
আরও পড়ুন: ঈদের দিন ককটেল হামলায় বিএনপি নেতা নিহত
এসময় তার সাথে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে গাড়ি চালককে মারধর, বিএনপি নেতাসহ গ্রেফতার ২
এদিন তিনি সকাল থেকে দিনাজপুর ৬ আসনের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
]]>