বৃহস্পতিবার (১২ জুন) খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানায় সিপিবি।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় প্রতিষ্ঠান নিরপেক্ষ করা এবং বিচার কার্যক্রম দৃশ্যমান করেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। এটি পিছিয়ে গেলে আধিপত্যবাদী শক্তিগুলো সুযোগ নিতে পারে।’
তিনি বলেন, ‘আমরা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। তবে আওয়ামী লীগ যে ধরনের গণহত্যা চালিয়েছে, তা নিয়ে তাদের অনুশোচনা নেই। তারা রাজনৈতিক অঙ্গনে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে। দ্রুত নির্বাচন না হলে পতিত শক্তি সামনে আসার সুযোগ পাবে।’
আরও পড়ুন: নেত্রকোনায় সিপিবির বিক্ষোভ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিতব্য প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এখন বল সরকারের কোটে।’
করিডোর এবং চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিবি নেতা এস এ রশীদ, খুলনা মহানগরের সভাপতি এইচ এম শাহাদাত, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।