সপ্তাহ না যেতেই ডিপ ফ্রিজে বরফ জমে পাহাড় হয়ে গেছে? ফ্রিজারে ডিফ্রিস্ট বোতাম বা অটো-ডিফ্রিস্ট সুবিধা না থাকলে সমস্যাটি আরও প্রকট হতে পারে। সাধারণত ফ্রিজারে বাইরের বাতাস বেশি প্রবেশ করলে এই ধরনের সমস্যা হয়। এতে অভ্যন্তরীণ আর্দ্রতা জমে যায় এবং বরফ জমে বাইরের দিকে বেরিয়ে আসতে শুরু করে। ডিপ ফ্রিজের বরফ গলানোর কিছু সহজ উপায় সম্পর্কে জেনে নিন। বিস্তারিত