ডিএসসিসিতে ৩১ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ

৩ সপ্তাহ আগে
ঈদের তৃতীয় দিন দুপুর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন এলাকার ৩১ হাজার ২২৬ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

সোমবার (৯ জুন) ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য জানান।


তিনি জানান, ঈদের তৃতীয় দিন দুপুর পর্যন্ত ৩১ হাজার ২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ১২ হাজার ৮৫৩ জন জনবল সম্পৃক্ত ছিল।
 

আরও পড়ুন: নিজ নিজ উদ্যোগে কোরবানির বর্জ্য সরাচ্ছেন রাজধানীবাসী


বর্জ্য অপসারণের জন্য এ বছর ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ সাধারণ মানুষের কাছে বিতরণ করা হয়েছে বলে জানান মো. শাহজাহান মিয়া।


তিনি বলেন, দক্ষিণ সিটিতে তিন দিনে মোট ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি করা হয়েছে। এরইমধ্যে ৭৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ সিটির ইজারা দেয়া ৮টি হাটের ময়লাও অপসারণ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন