সোমবার (৯ জুন) ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য জানান।
তিনি জানান, ঈদের তৃতীয় দিন দুপুর পর্যন্ত ৩১ হাজার ২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ১২ হাজার ৮৫৩ জন জনবল সম্পৃক্ত ছিল।
আরও পড়ুন: নিজ নিজ উদ্যোগে কোরবানির বর্জ্য সরাচ্ছেন রাজধানীবাসী
বর্জ্য অপসারণের জন্য এ বছর ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ সাধারণ মানুষের কাছে বিতরণ করা হয়েছে বলে জানান মো. শাহজাহান মিয়া।
তিনি বলেন, দক্ষিণ সিটিতে তিন দিনে মোট ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি করা হয়েছে। এরইমধ্যে ৭৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ সিটির ইজারা দেয়া ৮টি হাটের ময়লাও অপসারণ করা হয়েছে।