ডিএসইর বাজার মূলধন হারাল ৩১৮০ কোটি টাকা

৩ সপ্তাহ আগে
সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩ হাজার ১৮০ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

 

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.৪৪ শতাংশ বা ৩ হাজার ১৮০ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৪ হাজার ৬১২ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ২৭ হাজার ৭৯২ কোটি টাকা।

 

আরও পড়ুন: শেয়ারে কারসাজি, ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪৪ কোটি টাকা জরিমানা

 

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৯০.৫০ পয়েন্ট বা ১.৬১ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৩১.৬৮ পয়েন্ট বা ১.৪৫ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৩৩.৭৫ পয়েন্ট বা ২.৭৪ শতাংশ।

 

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৭৪৩ কোটি ৪২ লাখ টাকা।

 

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৪৮ কোটি ৬৮ লাখ টাকা বা ১১.৪৫ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৯ কোটি ৬৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৮ কোটি ৩৪ লাখ টাকা।

 

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৩টি কোম্পানির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
 

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.১৬ শতাংশ ও ১.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৫১৯.০৩ পয়েন্টে ও ৯৫২৮.০৩ পয়েন্টে।

 

আরও পড়ুন: বিও হিসাবের রক্ষণাবেক্ষণ ফি কমলো, কে কত টাকা পাবে?

 

এছাড়া সিএসআই সূচক ১.৩৬ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭৯.২৯ পয়েন্টে ও ১৩৬৩৫.২২ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক কমেছে ১.১০ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১৭৬.৫৩ পয়েন্টে।

 

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৯২ কোটি ২৬ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১০০ কোটি ২৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৭ কোটি ৯৭ লাখ টাকা।

 

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর।

]]>
সম্পূর্ণ পড়ুন