পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.৫১ শতাংশ বা ৩ হাজার ৩৫৩ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকা।
আরও পড়ুন: দুয়ার সার্ভিসেসের কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত করলো বিএসইসি
চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৬০.৫১ পয়েন্ট বা ১.১৬ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৩০ পয়েন্ট বা ১.৫৬ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ১১.৩০ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ।
তবে সূচকের পতনের পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৯০ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৫৭ কোটি ৪০ লাখ টাকা।
এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩১ কোটি ৪৮ লাখ টাকা বা ৯.০৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৯টি কোম্পানির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৭৪ শতাংশ ও ০.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৩৫১.৯১ পয়েন্টে ও ৮৭২৮.৩৩ পয়েন্টে।
আরও পড়ুন: নতুন নীতিমালা নয়, পরিস্থিতি উন্নয়নে সংস্কার হবে পুঁজিবাজার: অর্থ উপদেষ্টা
এছাড়া, সিএসই-৫০ সূচক ১.২১ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৯৬.৩৬ পয়েন্টে ও ১১৭৫৯.৫০ পয়েন্টে। আর সিএসআই সূচক কমেছে ০.১৭ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯৩৪.৫৯ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৭৬ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৪০ কোটি ৩৫ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৪১ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির কোম্পানির শেয়ার দর।
]]>