পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৬০ শতাংশ বা ৪ হাজার ২১৬ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১২ হাজার ২২৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকা।
আরও পড়ুন: পুঁজিবাজারে চাঙাভাব, কমছে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্ট
চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর দুইটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৫১.৩৮ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৪.৫৮ পয়েন্ট বা ১.১৮ শতাংশ। তবে ডিএসইএস সূচক কমেছে ২.০৮ পয়েন্ট বা ০.১৮ শতাংশ।
সূচকের উত্থান-পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৯৪ কোটি ৩১ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ২৯৭ কোটি ২৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১০২ কোটি ৯২ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২০ কোটি ৫৮ লাখ টাকা বা ২.৪০ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৩৮ কোটি ৮৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৫৯ কোটি ৪৪ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.২৫ শতাংশ ও ১.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫২০২.৩৮ পয়েন্টে ও ৯৩২৫.৭৪ পয়েন্টে।
আরও পড়ুন: লেনদেনে চাঙা ঢাকার পুঁজিবাজার, বাজারমুখী পুরোনো বিনিয়োগকারীরা
এছাড়া সিএসই-৫০ সূচক ১.৭৯ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮৬.০২ পয়েন্টে ও ১৩৪৮১.৬৫ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ০.৩০ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯৪৮.১৯ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি ৮১ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৯১ কোটি ৬৮ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৯ কোটি ৮৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর।
]]>