ডিএমপির অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩২ নেতাকর্মী গ্রেফতার

১ দিন আগে
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-বিভাগ (ডিবি)।

শনিবার (২ আগস্ট) ও রোববার (৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন: ১. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ২. ঠাকুরগাঁও জেলার পীড়গঞ্জ থানা যুবলীগের সদস্য মো. গিয়াস উদ্দিন (৩৫) ৩. ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ (৭০) ৪. শাহবাগ থানা আওয়ামী লীগের ২০ নং ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মো. ইব্রাহীম (৬২) ৫. বনানী থানা ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর এর সদস্য মো. বাদশা খান (২৯) ৬. ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম ওরফে তারেক (২৭) ৭. আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি ও বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য সাব্বির মজুমদার (৪৩) ৮. ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাঠালিয়া থানার রামপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেন ফরাজী (৫৩) ৯. ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ (৫১) ১০. ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি আনিসুর রহমান হিটলু (৪৮) ১১. উত্তর খান থানা আওয়ামী লীগের কার্যপরিষদের সদস্য ও ঢাকা উত্তর আওয়ামী লীগ কাচকুড়া ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম (৫০) ১২. ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (৩৩) ১৩. ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রাক্তন সদস্য মইনুল হোসেন সুমন (৪৮) ১৪. উত্তরখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক (৪৫) ১৫. বংশাল থানার কায়েতটুলী শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রকি ওরফে রায়হান ওরফে রুকু (৩৩) ১৬. ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার ১৭. ঢাকা দক্ষিণ মহানগরীর আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শিকদার (৪৭) ১৮. ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন। ১৯. ঢাকা জেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সান মোহাম্মদ (৪২) ২০. শ্যামপুর থানা ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সায়মন রহমান (৪২) ২১. খিলগাঁও থানা ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আল মামুন সরকার (৪৪) ২২. ঢাকা কদমতলি থানার ৫৮, ৫৯ ও ৬০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি (৪৬) ২৩. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্যের এপিএস শাহ মুহাম্মদ সবুর হোসেন (৪৮) ২৪. গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ৭নং পবনাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ বিপুল খন্দকার ওরফে বদি (৪০) ২৫. অনলাইন আওয়ামী লীগ ব্লগার ও এক্টিভিস্ট কামাল পাশা চৌধুরী (৬৫) ২৬. কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সোহাগ মিয়া ওরফে মির্জা (৩৩) ২৭. ঢাকা ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের বারনটেক ইউনিটের সহ-সভাপতি মো. মতলব মুন্সী (৫৫) ২৮. কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ৪নং সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমিজ উদ্দিন সরকার (৫৮) ২৯. বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি মো. আইয়ুব আলী তরফদার (৪৭) ৩০. বংশাল থানা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান টিটু (৪৮) ৩১. তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমানউল্লা হোসেন ওরফে অপু (৫৯) ৩২. ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম (৩৮) ।


আরও পড়ুন: পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৯৩


ডিবি সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে পল্টন থানা এলাকা থেকে মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গ্রেফতারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। একইদিন দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে হাজারীবাগ থানাধীন ঝিগাতলা এলাকা থেকে মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম। গ্রেফতার গিয়াস সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. হাসান মাহমুদের প্রচার সেলের অন্যতম এডমিন। শনিবার অপর এক অভিযানে বোরহান উদ্দিন আহম্মেদকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।


মো. ইব্রাহীমকে শনিবার বিকেল ৫ টার দিকে জুরাইন রেললাইন এলাকা থেকে ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম। রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় দিনের অপর এক অভিযানে বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে মো. বাদশা খানকে গ্রেফতার করে ডিবি সাইবার ক্রাইম বিভাগের একটি টিম।


শনিবার রাত ৮টার দিকে খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকায় অভিযান পরিচালনা করে মো. তরিকুল ইসলাম ওরফে তারেককে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম। একইদিন রাত আনুমানিক ৮টায় গুলশান এলাকা থেকে সাব্বির মজুমদারকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম। একই দিন বিকেল আনুমানিক ৫ টা ৪৫ মিনিটে মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাকির হোসেন ফরাজীকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। গ্রেফতার জাকিরের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে শনিবার রাত আনুমানিক ৯ টা ২০ মিনিটে মো. মোর্শেদকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের একটি টিম। শনিবার রাত আনুমানিক ১০ টায় নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে আনিসুর রহমান হিটলুকে গ্রেফতার করে ডিবি সাইবারের একটি টিম। গ্রেফতার আনিসুরের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


আরও পড়ুন: ইয়ামিন হত্যা: সাবেক এএসআই মোহাম্মদ আলী রূপগঞ্জ থেকে গ্রেফতার


উত্তরখান থানাধীন কাচকুড়া বাজার হাকিম নুর সুপার মার্কেটের সামনে থেকে জাহাঙ্গীর আলমকে শনিবার রাত পৌনে ১২টায় গ্রেফতার করে ডিবি সাইবারের একটি টিম। গ্রেফতার জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় একটি মামলা রয়েছে।


রোববার দিবাগত রাত ২ টা ৪৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরের একটি বাসায় অভিযান পরিচালনা করে মো. রেজাউল করিমকে গ্রেফতার করে ডিবি সাইবারের একটি টিম। একই দিন অর্থাৎ রোববার রাত আনুমানিক ১২ টা ১৫ মিনিটে ডেমরার ডগায় শান্তির রোড এলাকায় অভিযান পরিচালনা করে মইনুল হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার (দক্ষিণ) বিভাগের একটি টিম।


রাত আনুমানিক ১২ টা ৪৫ মিনিটে উত্তরখান এলাকা থেকে মো. আজিজুল হককে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। একই দিন অপর এক অভিযানে মো. রকি ওরফে রায়হান ওরফে রুকুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। অপর এক অভিযানে রাত আনুমানিক ১২ টা ৫৫ মিনিটে মিরপুর এলাকা থেকে লিয়াকত আলী তালুকদারকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।


মুদগা থানা সূত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় মুগদা থানাধীন মদিনাবাগ এলাকা থেকে মাহমুদ শিকদারকে গ্রেফতার করে ডিএমপির মগদা থানা পুলিশ।


সিটিটিসি সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিনকে খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতার আসামি ৫ আগস্টের পর উত্তরা/খিলক্ষেত এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে নিয়মিত ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রপাগান্ডা প্রচার করে আসছিল।


নিউমার্কেট থানা সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩ টা ১০ মিনিটে নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সান মোহাম্মদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সান মোহাম্মদ গত ১ জুলাই নিউ মাকের্ট থানার বিষ্ফোরকদ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। সে ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করা লক্ষ্যে নিউ মাকের্ট থানাসহ বিভিন্ন স্থানে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।


শ্যামপুর থানা জানায়, শনিবার রাত ১১টার দিকে শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকা থেকে সায়মন রহমানকে গ্রেফতার করা হয়।


খিলগাঁও থানা সূত্র জানায়, রোববার রাত ১২টার দিকে থানা এলাকা থেকে র‌্যাব-৩ এর সহায়তায় মো. আল মামুন সরকারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন সরকার গত ৪ আগস্ট খিলগাঁও থানার গোড়ান এলাকায় বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারীদের ওপর হামলা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।


রোববার কদমতলি থানা এলাকা থেকে লিপিকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। একইদিন বিকেল আনুমানিক ৫ টা ৩০ মিনিটে মোহাম্মদপুর থানা এলাকা থেকে শাহ মুহাম্মদ সবুর হোসেন ও শাহ বিপুল খন্দকার ওরফে বদিকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম। রোববার অপর এক অভিযানে কামাল পাশা চৌধুরীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতার কামাল পাশা অনলাইন আওয়ামী ব্লগার ও এক্টিভিস্ট। সাম্প্রতিক সময়ে অনলাইনে সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিয়ে আসছিলেন তিনি।


আরও পড়ুন: মাদারীপুরে ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা গ্রেফতার


অন্যদিকে মো. সোহাগ মিয়া ওরফে মির্জাকে রোববার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ সংঘবদ্ধ অপরাধ এবং গাড়ি চুরি প্রতিরোধ টিম। রাজধানীর পল্লবী এলাকা থেকে অপর এক অভিযানে মো. মতলব মুন্সীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতার মতলব দুটি মামলার এজাহারভুক্ত আসামি। রোববার অপর এক অভিযানে বংশাল এলাকা থেকে সাইদুর রহমান টিটুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ এবং গাড়ি চুরি প্রতিরোধ টিম।


ডিবি সূত্রে আরও জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটায় ভাটারা থানা এলাকা থেকে মো. আরিফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। গ্রেফতার আরিফুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একই তারিখ রাত আনুমানিক ৩ টা ২০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে সৈয়দ আমানউল্লা হোসেনকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। রাজধানীর রমনা থানা এলাকা থেকে সোমবার মো. রমিজ উদ্দিন সরকারকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। একই দিন মো. আইয়ুব আলী তরফদারকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম।


গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

]]>
সম্পূর্ণ পড়ুন