বুধবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হলি আর্টিজানে হামলার ঘটনার নবম বর্ষপূর্তিতে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জসমূহ ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।
আরও পড়ুন: ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি
এতে আরও বলা হয়, হলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের এরইমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ডিএমপি তৎপর রয়েছে।
এ বিষয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই বলেও বিশ্বাস করে ডিএমপি।