ডি ব্রুইনার জায়গা নিতে নয়, সিটিতে নিজের ফুটবলটাই খেলতে চান রেইন্ডার্স

৩ সপ্তাহ আগে
কেভিন ডে ব্রুইনা ম্যানচেস্টার সিটি ছেড়ে যোগ দিয়েছেন নাপোলিতে। তার বিকল্প হিসেবে টিয়ানি রেইন্ডার্সকে দলে ভিড়িয়েছে সিটিজেনরা। তবে নিজের আইডলদের একজন কেভিন ডি ব্রুইনার জায়গা নেওয়ার কোনো ইচ্ছেই নেই তার। সিটিতে নিজের ফুটবলটাই খেলতে চান এই মিডফিল্ডার।

এসি মিলান থেকে ক’দিন আগে ৪ কোটি ৬৫ লাখ পাউন্ডে সিটিতে যোগ দিয়েছেন রেইন্ডার্স। অন‍্যদিকে ১০ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবে কাটিয়ে নাপোলিতে যোগ দিয়েছেন ডি ব্রুইনা। 

 

ক্লাব বিশ্বকাপে খেলতে এখন দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন রেইন্ডার্স। ফ্লোরিডায় সিটির অনুশীলনের সময় এই মিডফিল্ডার বলেছেন, তার ওপর বেলজিয়াম অধিনায়ক এবং স্পেন ও বার্সেলোনা গ্রেট আন্দ্রেস ইনিয়েস্তার প্রভাব রয়েছে। 

 

আরও পড়ুন: ইতালির কোচ হচ্ছেন গাত্তুসো!

 

তিনি বলেছেন, ‘আমি এখানে তার (ডি ব্রুইনা) জায়গা নিতে আসিনি। আমাকে নিজের খেলাটাই খেলতে হবে। তবে আমি বিভিন্ন খেলোয়াড়ের কাছ থেকে অনেক কিছু নিয়েছি, যেগুলো তারা খুব ভালো করেছেন এবং সেভাবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কেভিনের ক্ষেত্রে তিনি যেভাবে মাঠ বিশ্লেষণ করেন এবং পাস দেন।’  

 

সেরি আর সেরা মিডফিল্ডারের পুরস্কার নিয়ে সিটিতে এসেছেন রেইন্ডার্স। নেদারল‍্যান্ডসের ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার আশাবাদী, গার্দিওলার কোচিংয়ে আরো ভালো করবেন তিনি। 

 

‘এটাও অবশ‍্য একটা ব‍্যাপার যে তিনি বিশ্বের সেরা কোচ। এখানে নতুন কিছু শিখতে আমি অধীর হয়ে অপেক্ষা করছি। বিশেষ করে তাদের খেলার ধরন শিখতে উন্মুখ হয়ে আছি।’ 

 

আরও পড়ুন: যেসব বড় দল ক্লাব বিশ্বকাপে নেই

 

রেইন্ডার্সের মতো ক্লাব বিশ্বকাপের আগে সিটিতে যোগ দিয়েছেন রায়ান আইত-নুরি। উলভারহ‍্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে আসা এই লেফট ব‍্যাকের অভিষেক হতে পারে আগামী বুধবার (১৮ জুন), উইদাদের বিপক্ষে টুর্নামেন্টে সিটির প্রথম ম‍্যাচে। 

 

‘আমার ক‍্যারিয়ারের বড় পদক্ষেপ। অনেক দিন ধরেই প্রিমিয়ার লিগে খেলছি। পাঁচ বছর এই লিগে খেলছি। এই লিগ ভীষণ কঠিন, এখানে অনেকগুলো ভালো দল আছে। তবে হ‍্যাঁ, নিশ্চিতভাবেই এই পদক্ষেপ আরেক ধাপ উঁচুতে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

]]>
সম্পূর্ণ পড়ুন