দেশের সর্বোচ্চ রকস্টার মাহফুজ আনাম জেমস। দেশের গণ্ডি পেরিয়েও তার জনপ্রিয়তা সর্বাধিক। সব বয়সের সংগীতপ্রেমীদের কাছে জেমস মানেই উন্মাদনা। প্রায়ই তিনি দেশের বাইরে যান কনসার্টে। আরও একবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন তিনি ও তার ব্যান্ড নগর বাউল।
১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে এক কনসার্টে অংশ নেবেন এই রকস্টার। হতে যাচ্ছে বিশাল আয়োজন। এতটাই বিশাল আয়োজন, বলা হচ্ছে এটি হতে যাচ্ছে... বিস্তারিত