ডাবল হ্যাটট্রিক করে আর্জেন্টাইন পেসারের বিরল রেকর্ড

২৩ ঘন্টা আগে
আর্জেন্টিনা মানেই যেন ফুটবল। ফুটবলের মাঠে আর্জেন্টাইনদের কীর্তির যেনো শেষ নেই। দিয়েগো ম্যারাডোনা কিংবা মেসি, সারা বিশ্ব তাদের চেনে শুধু ফুটবলের কল্যাণেই। সবশেষ ২০২২ সালে এই দেশটি বিশ্বকাপও জিতেছে। এবার ফুটবল-পাগল সেই দেশের এক খেলোয়াড় বিরল এক কীর্তিতে নাম লেখালেন ক্রিকেটের মাঠে।

ফুটবল-পাগল আর্জেন্টিনা যে ক্রিকেট খেলে, তা হয়তো অনেকেই জানেনই না। কেবল তাই নয়, সংক্ষিপ্ত ফরম্যাটে অল্প সময়ের ক্যারিয়ারে ডাবল হ্যাটট্রিক করে বিরল এক রেবর্ড গড়েছেন আর্জেন্টাইন পেসার হেরনান ফেনেল। এ ছাড়া ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে তিনি একাধিক হ্যাটট্রিকের রেকর্ডও গড়ে ফেললেন। 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা ৪ বলে উইকেট নিয়ে ‘ডাবল হ্যাটট্রিক’ করে লাসিথ মালিঙ্কা-রশিদ খানদের মতো কীর্তিমানদের পাশে নাম লিখিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ক্রিকেটার হেরনান ফেনেল। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ১৯ বছরের ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে টানা ৪ বলে উইকেট পেলেন এই পেসার। 

 

আরও পড়ুন: মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে ১২০ রানের জয় বাংলাদেশের

 

ফেনেল ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিকের রেকর্ড আছে আরও পাঁচ জনের। তারা হলেন- শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্কা, আয়ারল্যান্ডের পেস অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার, লেসোথোর পেসার ওয়াসিম ইয়াকুব ও আফগানিস্তানের লেগ স্পিানার রশিদ খান। 

 

History books rewritten in Americas #T20WorldCup qualifying as an Argentine joins the double hat-trick club 😲

More 👇https://t.co/SQgM2Wmyyk

— ICC (@ICC) December 16, 2024

 

তবে ফেনেলের রেকর্ডগড়া ম্যাচে জয় পায়নি আর্জেন্টিনা। লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে ১৬.৫ ওভারে ৯৪ রানেই অলআউট হয়ে যায় তারা। ফলে তাদের বিপক্ষে ২২ রানের জয় পায় কেম্যান। ম্যাচে ১৪ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন ফেনেল। 

 

আরও পড়ুন: বাংলাদেশের কাছে হারের দিনে নতুন দায়িত্ব পেলেন স্যামি

 

এছাড়া এখন মোট ছয় জন বোলার টি-টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিক করেছেন। এই ম্যাচের আগে ২০২১ সালে অ্যান্টিগায় পানামার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথমবার হ্যাটট্রিক করেছিলেন ফেনেল। 

 

আর্জেন্টাইন এই পেসার ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিক করা বোলাররা হচ্ছেন- শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্কা, নিউজিল্যান্ডের টিম সাউদি, সার্বিয়ার মার্ক পাচলোভিচ, মাল্টার ওয়াসিম আব্বাস এবং অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

]]>
সম্পূর্ণ পড়ুন