ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় স্কুলছাত্রসহ নিহত ২

২ সপ্তাহ আগে
কুষ্টিয়া থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় স্কুলছাত্রসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে আলমডাঙ্গা কালিদাসপুর নওদাপাড়া মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক চালক ট্রাক নিয়ে চলে যায়।


নিহতরা হলেন: আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১২) ও ফরিদপুর গ্রামের পলাশ উদ্দিন (৪০)। রিয়াদ আলমডাঙ্গা একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র।


আরও পড়ুন: প্রাইভেট পড়তে গিয়ে প্রাণ নিয়ে ফেরা হলো না জীবনের, সঙ্গে গেল মনসুরও


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে পলাশ ও রিয়াদ মিলে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ায় যান। পলাশ রিয়াদের ডাক্তার দেখানোর জন্য নিয়ে যান। ডাক্তার দেখিয়ে রাতে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কালিদাসপুর নওদাপাড়া মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে। এতে দুজনই গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নেয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দুজনকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।


তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন