ডাকাত সরদার ‘বোমা খোরশেদ’ গ্রেফতার

৬ দিন আগে
রাজবাড়ীতে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় অভিযুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সরদার খোরশেদ ওরফে বোমা খোরশেদকে (৫৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ৪০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) দুপু‌রে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ীর পু‌লিশ সুপা‌র মোছা. শামিমা পারভীন।


পুলিশ সুপার বলেন, গত বছরের ২৬ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানায় মোট চারটি ডাকাতির ঘটনা ঘটে। প্রতিটি ঘটনাতেই ডাকাতি ও অস্ত্র ব্যবহারের অভিযোগে ৩৯৫/৩৯৭ ধারায় মামলা হয়। তদন্তে জানা যায়, খোরশেদের নেতৃত্বে একটি পেশাদার ডাকাত দল এসব ডাকাতি সংঘটিত করে।


শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থে‌কে লুণ্ঠিত ৪০ হাজার টাকা, ৫ আনা ১ রতি ওজনের এক জোড়া কানের দুল ও ২ আনা ওজনের একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।

 

আরও পড়ুন: ডাকাতদের অভয়ারণ্য সাভার রোড, চলন্ত বাসে ফের ডাকাতি


তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া খোরশেদের বিরুদ্ধে রাজবাড়ী ও অন্যান্য জেলার বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। এর আগে এ ডাকাত চক্রের আরও ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন