মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা প্রবেশ করলে ও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে কঠোর হবে প্রশাসন। সরকারের তরফ থেকে এমনটা জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে। এছাড়া সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: ডাকসুর ভোট গণনায় বেশি সময় লাগার কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সময় সংবাদকে জানিয়েছেন, সরকারের দুই উপদেষ্টা তাদের জানিয়েছেন, কারো কোনো উসকানিতে যেনো বিএনপি বা ছাত্রদল পা না দেয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এ ব্যাপারে বিএনপি তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক করেছে, কোনো বিশৃঙ্খলা করা যাবে না, কেউ উসকানি দিলে তাতে পা দেয়া যাবে না।
ক্যাম্পাসের বাইরে সব পক্ষের যারা অবস্থান করছে তাদের বিষয়ে তিনি বলেন, উৎসুক অনেকে আছে, থাকবে, তারা তো ফলাফল জানতে উপস্থিত হয়েছে, থাকতে পারে।
আরও পড়ুন: ডাকসুর ফল ঘোষণা নিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার জরুরি বার্তা
ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি কি ভাবছে এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা আরও বলেন, ফলাফল যাই হোক, বিএনপি সেটাকে গণতন্ত্রেরই জয় মনে করে, গণতন্ত্রের চর্চাকে বিএনপি উৎসাহিত করবে। হার-জিত থাকবেই, সেটা ফলাফলের পরে সকালে বলা যাবে বাকিটা।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সময় সংবাদকে জানান, চারজন উপদেষ্টা দলটির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। উপদেষ্টারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতের সহযোগিতা চেয়েছেন৷
তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং সুন্দর ও শান্তিপূর্ণভাবে ফলাফল ঘোষণায় সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।
]]>