ডাকসু বর্জন করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন: উমামা

৩ সপ্তাহ আগে
ডাকসু নির্বাচনকে নির্লজ্জ কারচুপির নির্বাচন আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা দিয়েছেন ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেসবুকে এক পোস্টে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

 

পোস্টে উমামা লেখেন, বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।


এর আগে আরেক পোস্টে উমামা লেখেন, ‌'চলিতেছে সার্কাস। কে কে দেখতেসেন?!'


উমামার পোস্টগুলো দেয়ার সময় নির্বাচনের ফলাফল সম্পূর্ণ ঘোষণা হয়নি। তবে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছেন যথাক্রমে আবিদুল ইসলাম খান এবং শামীম হোসেন। উমামা আছেন চতুর্থ অবস্থানে।

 

আরও পড়ুন: ভিসি ও প্রক্টরকে ব্যাঙ্গাত্মক শুভেচ্ছা জানালেন ভিপি প্রার্থী কাদের

 

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। সবশেষ খবর অনুযায়ী ডাকসুতে প্রধান পদগুলোতে শিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে আছেন।



এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রাহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ চলে। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হয়েছে।

 

এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।

 

দিনভর কোনো ধরনের সংঘাত সংঘর্ষ ছাড়াই ভোটগ্রহণ হলেও প্রার্থীদের অনেকে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ তুলেছেন। এমনকি ভোটে কারচুপির অভিযোগও তুলেছেন কেউ কেউ।

]]>
সম্পূর্ণ পড়ুন