রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব ডাকসু’র নাম স্পষ্টভাবে উল্লেখ না করলেও, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ফলাফল প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘একটা দায়িত্বে আছি, সব কথা বলতে পারি না। তবে সব দেখছি এবং শিখছি।’
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সালেহ হাসান নকীব তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘যারা জয়ী তাদের আল্লাহপাক হঠকারিতা এবং অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দিন। যারা পারেনি, তারা অনর্থক গলাবাজি না করে, অন্তত জীবনে প্রথমবারের মত হলেও আত্মবিশ্লেষণে বসুন।’
আরও পড়ুন: রাকসুতে একসঙ্গে লড়ছে ছাত্র অধিকার পরিষদ ও ফেডারেশন
তিনি আরও লিখেছেন, ‘নতুন বোতলে আওয়ামী বাকশালি বয়ান তরুণ প্রজন্ম আর গ্রহণ করবে না। আপনাদের ঠিক করতে হবে, আপনারা কি সেই রাস্তাতেই হাঁটবেন? ব্যক্তিগতভাবে কে জিতল আর কে হারল তাতে আমার কিছু যায় আসে না। একমাত্র চাওয়া, বাংলাদেশ জিতুক, এই দেশের মানুষ জিতুক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃত অর্থেই বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক।’
]]>